রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

শাহজাদপুর বড়াল নদীতে নৌকা ডুবে ২ জনের মৃত্যু  

রিপোর্টারের নাম : / ৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা ডুবে দুই যুবকের মৃত্যু ঘটেছে । শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার  দ্বারিয়া পুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদ আলমের ছেলে তন্ময় (১৮)।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম বলেন, একটি নৌকায় ৯ জন যুবক পোতাজিয়া এলাকায় ঘুরছিল। এসময় বৃষ্টি শুরু হলে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকা থাকা ৭ যুবক সাঁতার দিয়ে তীরে উঠলেও দুই যুবক মরদেহ ভেসে ওঠে।

বেলা ১২টা ২৫ মিনিটের দিকে খবর আসে বড়াল নদীর পোতাজিয়া এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা পৌছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেচিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর