বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

শাহজাদপুরে ইউএনও-এসিল্যান্ডের উপরে হামলা, দেড় শতাধিকের বিরুদ্ধে মামলা! ৭ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২২ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের উপরে হামলার ঘটনায় গত রোববার(২১ আগস্ট) রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী আব্দুল হাই বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় ৭ নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ৭ নারী হলেন, উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা খাতুন, আল মাহমুদের স্ত্রী ঝরনা খাতুন, হুমায়ুন কবিরের স্ত্রী ওজুফা বেগম, মোঃ নজরুল ইসলামের স্ত্রী খুশি আরা, মোঃ আনসার আলীর স্ত্রী মালেকা খাতুন, জামাল পরামানিকের স্ত্রী আকলিমা খাতুন ও আব্দুল আলীমের স্ত্রী সাফিয়া খাতুন।

সোমবার (২২ আগষ্ট) শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত বলেন, রাতে মামলা হওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে ৭ নারীকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অযথা কেউ হয়রানির শিকার হবে না জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ও ছবি দেখে প্রকৃত অভিযুক্তদেরকেই গ্রেফতার করা হবে। এছাড়াও তারা রাস্তার ওপরে গাছের গুড়ি পুতে ও বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করেছিল তা অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনে যাওয়ার সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান উপর এলাকাবাসী অতর্কিত তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর গাড়ী ভাংচুর করে এবং হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত হন, তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর