শাহজাদপুরে বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
নুপুর কুমার রায়,শাহজাদপুর,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামে বাসের ধাক্কায় মাহিম ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মাহিমকে উল্লাপাড়া সদর ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিম গাড়াদহ টেকুয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহেদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সঙ্গে বালসাবাড়ি বাজারে গিয়ে মাহিম মাকে হারিয়ে ফেলে। মাকে খুঁজতে খুঁজতে গাড়াদহ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই মাহিমের মৃত্যু হয়।