শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে এই প্রতিপ্যত্ত সামনে রেখে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন রবীন্দ্র থিয়েটার শাহজাদপুর আয়োজন করে রবীন্দ্র নজরুল জয়ন্তী ১৪৩০ শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদে শহিদ স্মৃতি সন্মেলন কক্ষে রবীন্দ্র থিয়েটার মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ নাথ ঠাকুরের লেখা নাটক “আপদ” নাট্যরুপ মাসুম আজিজ , নির্দেশনায় মেহেদী হাসান হিমু।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে বাবুল হাসান, শান্তব্রত সাহা, সোলায়মান, কল্যাণ, শিমু, মৌ, আহসান হাবীব অপু রায় প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াতসিংহ শুভ, অনুরাধা মন্ডল।নজরুল সংগীত করেন রাকিবুল ইসলাম শুভ্র।সবশেষ নৃত্য পরিবেশন করে নিবেদিতা কুন্ডু ইমন হাসান। রবীন্দ্র থিয়েটারের সভাপতি জনাব মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো: আজাদ রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ শাহজাদপুর। বিশেষ অথিতি ছিলেন ড. মো: তানভীর আহমেদ সিডনি, শিক্ষক ও গবেষক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সহ শাহজাদপুরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রবীন্দ্র থিয়েটারের নাট্যকর্মী মেহেদী হাসান হিমু।