শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ‎ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি

শ্রীপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক / ৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীদের উপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং দলের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে শ্রীপুর উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৮ জানুয়ারী) শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আয়াত উল্লাহকে বহিষ্কার করা হয়।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাষ্টার জানান, সোমবার (২৭ জানুয়ারী) গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীদের উপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের এসব কার্যক্রমে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে দলে ঐক্য বিনষ্ট এবং ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের শামিল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গাজীপুর ইউনিয়ন বিএনপির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরের শ্রীপুরে সোমবার (২৭ জানুয়ারী) দুপুর সোয়া ২টায় উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটে। এ ঘটনায় চারজন আহত এবং ৫টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

হামলায় আহতরা হলেন, গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল পালোয়ান (৫০), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৫) এবং যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর