সলঙ্গায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার মোরসালিন ইসলাম(২০) নিহত ও আহত হয়েছে ৩ জন।
শনিবার (২৯ জুন) সকালে একটি আমের খালি ক্যারেট বোঝাই ট্রাক ঢাকা থেকে রাজশাহী যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাটিকুমরুল-বন পাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হরিনচড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে গাছের সঙ্গে ধাকা খায়ে ট্রাকটি সড়কের নীচে পড়ে যায় । এতে ওই ট্রাকের হেলপার মোরসালিন ইসলাম (২০) ট্রাকের নীচে পড়ে ঘটনা স্থলেই নিহত হয় ।এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে ।
এ খবর পেয়ে উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে আহতদের হাসপাতাল পাঠানো হয় এবং লাশ ও ট্রাক উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসে । পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় । এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়া হয়েছে এবং লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।