সলঙ্গায় কৃষকলীগের কমিটি গঠন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গা থানা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
সলঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.ফজলে করিম রিপন ও মো. ফারুক হোসেন (প্রামানিক)সহ ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতা কর্মীরা।
এসময় জহুরুল ইসলাম সভাপতি, মুকুল হোসেন সাধারণ সম্পাদক ও আলী আহমেদ শেখকে সাংগঠনিক সম্পাদক করে সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়।