সলঙ্গায় খুটি ভাঙ্গাকে কেন্দ্র করে মেম্বারের নামে অপপ্রচার
সিরাজগঞ্জের সলঙ্গায় খুটি ভাঙ্গাকে কেন্দ্র করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওর্য়াডের ইউপি সদস্য রাঙ্গা খোন্দকারের নামে মিথ্যা অপ্রচার করা হয়েছে। গত শুক্রবার বিভিন্ন অনলাইন নিউজ প্রোটালে ও পত্রিকায় এই অপপ্রচার করানো হয়েছে।
জানাযায়,গত ৫-৬ দিন আগে সলঙ্গা থানার চারা বটতলা যাত্রী ছাউনির একটি খুটি অটোভ্যানের ধাক্কায় ভেঙ্গে যায়।
এসময় স্থানীয়রা অটোভ্যান চালককে খুঁটিটি মেরামত করার কথা বলে।অটোভ্যান চালক রেজাউল স্থানীয়দের কথামতে তার বউকে দিয়ে ৩ হাজার টাকা রাজ মিস্তি শহিদুল ইসলামকে রে দেয় এবং খুটিটি মেরামত করার কথা বলে।
এবিষয়ে অটোভ্যান চালক রেজাউল বলেন,চারাবটতলা যাত্রী ছাউনির একটি খুঁটি আমার অটোভ্যানের ধাক্কায় ভেঙ্গে যায়।তখন আমি ভয় পেয়ে বাড়িতে চলে যাই,এবং আমার বউ রাজমিস্ত্রী শহিদুলকে তিন হাজার টাকা দিয়ে আসে ও খুঁটিটি মেরামত করে দিতে বলে।
অটোভ্যান চালক রেজাউলের স্ত্রী রত্না বলেন,আমার স্বামী অটোভ্যানের ধাক্কায় খুঁটি ভেঙ্গে ভেলেছে জানার পর,সকালে গিয়ে রাজমিস্ত্রী শহিদুলকে ৩ হাজার টাকা দিয়েছি ও মেরামত করতে বলেছি।
রাজমিস্ত্রী শহিদুল ইসলাম বলেন,সকাল বেলা রেজাউল ভাইয়ের বউ আমাকে তিন হাজার টাকা দিয়ে যায়।এবং খুঁটি মেরামত করে দিতে বলে দ্রুত।
ইউপি সদস্য রাঙ্গা খোন্দকার বলেন, কিছুদিন আগে অটোভ্যানের ধাক্কায় একটি খুঁটি ভেঙ্গে ফেলে রেজাউল। বিষয়টি আমি জানার পর রেজাউল ও তার ভাই কে চেয়ারম্যানের সাথে কথা বলতে বলি,তারা চেয়ারম্যান এর কাছে না গিয়ে নিজেরাই রাজমিস্ত্রী শহিদুলকে বলে তিন হাজার টাকা দিয়েছে।টাকা দেওয়া ও নেওয়া বিষয়ে আমার কিছু জানা নাই।তবে কে বা কাহারা আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে আমার জানা নাই, আমি এর তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।