শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

কলমের বার্তা / ৩১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই।

তিনি আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার ধানমণ্ডির লালমাটিয়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার (৮৯) সিরাজগঞ্জের জেলার ধুবিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি জমিদার মৃত ফজলার রহমান তালুকদার এর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মান্নান তালুকদার ১৯৯১, ফেব্রুয়ারি ও জুন ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাবেক এই সাংসদের মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর