বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি লিটন, সম্পাদক লিমন

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ (লিমন)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ পন্থী পরিষদ থেকে সভাপতি ও সম্পাদকসহ মোট ১১টি পদে জয় লাভ করেছে। অপরদিকে বাকি ছয়টি পদে জয় লাভ করেছে বিএনপি পন্থী আইনজীবী পরিষদ।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৯০ জন ভোটা‌রের ম‌ধ্যে  ৩৪৮ জন তা‌দের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর