সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাব এর চ্যাম্পিয়নশীপ ও প্রতিযোগিতাদের বিদায় সংবর্ধনা
সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের ” কোরিয়া এ্যাম্বাসেডর’স তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ -২০২২ ও ওয়ালটন ২য় ফেডারেশন কাপ তায়কোয়ানদো প্রতিযোগিতার -২০২২” এর বিজয়ীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এর ৪র্থ তলায় সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো প্রতিযোগিতা-২০২২” এর বিজয়ীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের শিশু-কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যত।
তাই ছেলে-মেয়েদের সু-শিক্ষার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ ও উৎসাহিত করতে হবে। খেলাধূলা করলে শারীরিক মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হয়। ছেলে-মেয়েদের প্রতি অভিভাবকদের সব সময়ে খেয়াল রাখতে হবে। যাতে তারা রাত জেগে মোবাইল বা ল্যাপটপে আসক্ত না হয় মাদকে না জড়ায়।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন ধরনের খেলাধূলা করার জন্য সুযোগ সুবিধা প্রদান করা ও ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতি করছেন। আমি সিরাজগঞ্জ তায়কোয়ানদো ক্লাবের উন্নতি ও সফলতা কামনা করছি। সেই সাথে এ ক্লাবের পাশে থাকবো এবং সকল ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ ।
এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক দায়িত্বে ছিলেন , তায়কোয়ানদো ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে’র কনসালট্যান্ট (সার্জারী), ডাঃ কে এইচ মুরাদ,সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ নূরুল হক, প্যানেল মেয়র (৩) শিখা খাতুন, পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ , জুলফিকার হাসান খান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা,জেলা তায়কোয়ানদো ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, এনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ফজল করিম খান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিশু,কিশোর-কিশোরী শিক্ষার্থীদেরকে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।