সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদে সর্বমহলে আলোচনায় সুমন রহমান
সিরাজগঞ্জে আগামী ৯জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিরাজগঞ্জ জেলা সম্মেলনকে ঘিরে তৃণমূল প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। সবার মুখে একই আওয়াজ স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন। ইতিমধ্যে সাধারণ সম্পাদক পদে সর্ব মহলে নেতাকর্মীদের মুখে উঠে এসেছে “সুমন রহমান” ওরফে পীর সুমনের নাম। এছাড়া বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকােন্ডে অবদান রেখে চলছেন তিনি।
জানা যায়, সদর পৌর শহরের ২নং ওয়ার্ডের মৃত ইকবাল হোসেনের ছেলে সুমন রহমান ওরফে পীর সুমন। আগামী দিনের নতুন নেতৃত্ব নিয়ে মাঠের নেতাদের মধ্যে তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছে। তরুণ, মেধাবী, নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য এবং পরীক্ষিত নেতাদের দায়িত্বে আনার দাবী জানিয়েছেন তৃণমূল নেতাকর্মী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনার সর্বত্র শীর্ষের তালিকায় রয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন রহমান। রাজনীতির মাঠে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সফলতার সবচেয়ে এগিয়ে রয়েছে এ নেতা।
জেলার নেতৃবৃন্দ বলছেন, দলের জন্য নিবেদিত, সৎ, পরিশ্রমী, ত্যাগী, ক্লিন ইমেজ মনের অধিকারী এবং রাজনীতির মাঠে সক্রিয় ব্যক্তিরাই এ সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ পাবে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সঞ্চালনায় থাকবেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ আল ইসলাম।