শিরোনামঃ
নারীর প্রতি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বাংলাদেশ শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আড়াই মাসে টিআইএনধারী বেড়েছে ২ লাখ সিসি ক্যামেরার আওতায় আসবে কক্সবাজার প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের: সমাজকল্যাণ মন্ত্রী নতুন ১১ জেলা যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে আসছে পড়াশোনার শিক্ষা চ্যানেল এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয়: গণপূর্তমন্ত্রী পাহাড়ে শেখ হাসিনার আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-পার্বত্য প্রতিমন্ত্রী রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের শাহজাদপুরে হিন্দু যুবকদের উদ্যোগে পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল সিরাজগঞ্জে ২টি ব্রীজের শুভ উদ্বোধন করলেন এমপি ড. জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণমিলনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালমনিরহাট হাসপাতালে যোগদান করেননি কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রচন্ড গরমে অর্ধেকে নেমেছে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ পৌরসভায় বাস্তবায়িত ৩ টি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

কলমের বার্তা / ১২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ পৌরসভায় ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর আর্থিক সহযোগিতায় ও জার্মান কো- অপারেশন এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত উর্মী (URMI), এনডিপি বাস্তবায়িত ইআরসিসি (ERCC) এবং ব্র্যাক ইউডিপি বাস্তবায়িত ইআরপি (ERP) যথাক্রমে ৩ টি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে উক্ত অবহিত করণ সভার সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এ সময়ে সন্মানিত অতিথি বক্তব্যে রাখেন, এনডিপি’র নির্বাহী প্রধান, মোঃ আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ, প্যানেল মেয়র-(১) মোঃ নূরুল হক, ব্র্যাক ইউডিপির- প্রোগ্রাম ম্যানেজার, সজল কুমার সাহা, এবং এসকেএস ফাউন্ডেশনের ম্যানেজার (এমএফ) মোঃ ফজলুর রহমান প্রমুখ ।
অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন
সিরাজগঞ্জ সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচলক, মুহাম্মদ মতিয়ার রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী, মোঃ আব্দুস সালাম মিয়া এবং কমিউনিটি থেকে সিডিও-সিডিসি এর প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস, এম শাহ্ আলম।পৌরকাউন্সিলর বৃন্দরা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারিবৃন্দরা।

অনুষ্ঠানে এসকেএস ফাউন্ডেশনের উর্মী প্রকল্প সম্পর্কে প্রজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান, এনডিপি এর ইআরসিসি প্রকল্প সম্পর্কে প্রকল্প সমন্বয়কারী শেখ মিজানুর রহমান এবং ব্র্যাক ইউডিপি এর ইআরপি প্রকল্প সম্পর্কে ডেপুটি ম্যানেজার, ইয়াসনা রহমান প্রকল্পগুলো সম্পর্কে উপস্থাপনা করেন।
প্রকল্পগুলো মূলত জলবায়ু প্রভাবের ফলে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ পৌরসভার ১৩ টি ওয়ার্ডে বাস্তবায়িত হবে।
দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সহিত ওয়াশ,আইজিএ, আবাসন উন্নয়ন, কভিড-১৯ বিষয়ে সচেতনতা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করবেন। এরপর প্রকল্পগুলো সম্পর্কে উন্মুক্ত আলোচনায় সকলের মূল্যবান পরামর্শ চাওয়া হয়।
পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সহিত সমন্বয় করে সকল সংস্থাকে প্রকল্পের পরিকল্পিত কাজগুলো বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন এবং সিরাজগঞ্জ পৌরসভা থেকে প্রকল্প বাস্তবায়নে সংস্থাগুলোকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

79


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর