সিরাজগঞ্জ সদর উপজেলায় ভূর্তকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রুত ও সহজভাবে ধান, গম, ভূট্রা, সরিষা এসব দানদার ফসল কর্তন, ঝাড়া ও মাড়াই করার জন্য সিরাজগঞ্জ সদরের এক কৃষকের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
রোববার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকী করণ প্রকল্পের আওতায় ভূর্তকি মূল্যে ৪১ লাখ টাকায় সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা গ্রামের কৃষক মোঃ জাহাঙ্গীর আলম কে হারভেস্টার মেশিনটি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হারভেস্টার মেশিন ও চাবি হস্তান্তর করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
এ সময়ে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মোঃ রেজাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায় যে, উক্ত হারভেস্টার মেশিনটি আলাদা মেশিন সিরাজগঞ্জে এরকমের হারভেস্টার মেশিন আগে ছিলো না। ডিভাইস ও ফাংশন চেঞ্জ করলেই ভূট্রা, গম, সরিষা এসব দানাদার শস্য মাড়াই করা যায়।