সিরাজগঞ্জে আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার মহান বিজয় দিবস উদযাপন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে – যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর -১৬ ডিসেম্বর-২০২৩ উদযাপন উপলক্ষ্য – শিশুদের ১০০ মিঃ বিস্কুট দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মা অভিভাবকদের মধ্যে বালিশ পাচার খেলা, আলোচনা সভা , পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ পৌরএলাকার ১ নং ওয়ার্ডের মাছুমপুরে আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে – শনিবার ১৬ ডিসেম্বর ভোরে অফিসে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় সকলবীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা সভাপতি মিসেস লুৎফন নেছা, প্রোগ্রাম অফিসার মোঃ সিহাব উদ্দিন, সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না, আশরাফুল ইসলাম জয়, অন্যান্যদের মধ্যে জান্নাতুল নাঈম নিপা, মির সফিউল ইসলাম, সুলতানা জাকিয়া ফারজিনসহ মা অভিভাব ও স্কুলেের শিশুরা উপস্থিত ছিলেন ।