সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিলন সেখ (২২) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, সিরাজগঞ্জ থানা এলাকায় শুক্রবার সকালে ডিবি পুলিশের বিশেষ অভিযানে সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে মিয়াবাড়ী মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি,সিরাজগঞ্জের সদর থানার সরাইচন্ডি পূর্বপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে মিলন সেখ (২২)।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।