বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩

১৯৭৫ সালের ২২মার্চ এক অধ্যাদেশের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামিক ফাউণ্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোনখানি, দোয়া-মোনাজাত, র‍্যালী প্রদর্শন  ও আলোচনা সভা অনুষ্ঠিত    হয়েছে।

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ আয়োজনে ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের  সহযোগিতায় বুধবার সকালে সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী প্রদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা  করা হয়। পরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন,  ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। এ অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হযরত মাওলানা মোঃ ইশারত আলী। এসময়ে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন, মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষক -শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার প্রসার ও গবেষণা কাজ পরিচালনার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান দেশের সর্বস্তরের লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদগণের সম্মিলিত প্রয়াসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গবেষণা, পুস্তক প্রকাশ ও প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন দ্বীনি দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামি মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষে কাজ করে যাচ্ছে।  এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, ইসলামিক মিশন, মসজিদভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ও যাকাত ফান্ড, ৫৬০ টি মডেল মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম, মসজিদ মাদ্রাসা উন্নয়ন করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর