সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ
সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রোডিউসার গ্রুপ (পিজি) উন্নয়নে নির্বাচিত জন খামারিদের মাঝে ৫০ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে । সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে
রবিবার (১১ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ আনোয়ার সাদাত, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ভারপ্রাপ্ত ডাঃ আশীষ কুমার দেবনাথ। এসময়ে ভিএস, এলইও, এলএফএ, এলএসপি এবং পিজি এর সুবিধা ভোগী সদর উপজেলার খামারীবৃন্দরা উপস্থিত ছিলেন।