রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দুঃস্থ নারীকর্মীদের নিয়ে আয়বর্ধক মূলক প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টারের নাম : / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী”-৩ (RERMP-3) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুঃস্থ নারীকর্মীদের নিয়ে আয়বর্ধক মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে । সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীগণ। “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী”-৩ (RERMP-3) এলজিইডি সিরাজগঞ্জের বাস্তবায়নে,

মঙ্গলবার (২৩ জানুয়ারি) উদ্বোধনী দিন সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধন করেন এবং বক্তব্যে রাখেন, এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন ,সদর উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ এলজিইডি অফিসের ট্রেনিং অফিসার আরই আর এমপি-৩ মোঃ মাহবুবুল ইসলাম।শাক-সবজি চাষ সহ কৃষি পণ্য উৎপাদন সংক্রান্ত, মৎস্য চাষ সংক্রান্ত এবং হাঁস – মুরগী ও গরু ছাগল পালন সংক্রান্ত ব্যাপক আলোচনা করা হয়।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানে ক-গ্রুপ প্রথমদিনে সদর উপজেলার কাওয়াকোলা মেছড়া,সয়দাবাদ ও কালিয়া হরিপুর ইউনিয়নের ৪০ জন, ‘খ’ গ্রুপ দ্বিতীয় দিন ৩০ জন এবং ‘গ’ গ্রুপ তৃতীয় দিন ছোনগাছা, রতনকান্দি এবং বাগবাটি ইউনিয়নের ৩০ জন দুঃস্থ নারীরা প্রশিক্ষণ অংশ গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর