রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে নবনির্বাচিত এমপি হেনরী’র আগমনে হাজী আব্দুস সাত্তারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা 

রিপোর্টারের নাম : / ৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সদ্য নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী শপথ গ্রহন পর ঢাকা হতে সিরাজগঞ্জে শনিবার (১৩ জানুয়ারি -২০২৪) বিকেল সাড়ে ৫ টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সয়দাবাদ গোলচত্বরে আগমনকালে এবং পথে পথে ফুলেল শুভেচ্ছা ফুলের পাপড়ি ছিটিয়ে সিক্ত করেন এবং অভিনন্দন জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক, সিরাজগঞ্জের পৌরসভার সাবেক কাউন্সিলর, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার এর নেতৃত্বে সিরাজগঞ্জ পৌরএলাকার মতি সাহেবের ঘাট থেকে প্রায় শতাধিক মোটর সাইকেল ও নেতাকর্মীদের শোভা নিয়ে গিয়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময়ে তিনি এবং তার অনুসারী নেতাকর্মীরা “জয়বাংলা, জয়বঙ্গবন্ধু” ও হেনরী তালুকদারের আগমন শুভেচ্ছা স্বাগতম সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন ।

এসময়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ সদর- কামারখন্দবাসীর আরো উন্নয়ন অগ্রযাত্রা ও মানবতার পাশে থাকার প্রত্যয়ে এবং মাদকমুক্ত, ,সন্ত্রাসমুক্ত , জঙ্গিবাদমুক্ত, বাল্যবিয়ে বন্ধ সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার পালা। নতুন এই অগ্রযাত্রায় সবাই আমার জন্য দোয়া করবেন ” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”।

এসময়ে জেলা আওয়ামীলীগনেতৃবৃন্দরা ও
তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সে সময় অভ্যর্থনা অংশ নেয় পরে কার ও মোটর সাইকেল শোভা নিয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি-২০২৪খ্রীঃ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোছাঃ জান্নাত আরা হেনরী তার নৌকা প্রতিকে ১’লাখ ৮৪’ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হন ।
গত বুধবার(১০ জানুয়ারি-২০২৪) সকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল নবনির্বাচিত জাতীয় সংসদের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর