সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পুরস্কার বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলা পর্যায়ের ৭ টি কলেজের অংশগ্রহণে শেখ মুজিববুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ ফাইনাল খেলায় কামারখন্দের শহিদুল বুলবুল ডিগ্রী কলেজ ২-১ গোলে সলংগা ডিগ্রী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জের সহযোগিতায়
সোমবার ( ৫ জুন, ২০২৩) বিকেলে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উক্ত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান।
ফাইনাল খেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজগঞ্জ গণপতি রায় ।
এসময়ে সন্মানিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ হান্নান মিয়া,
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সহ-সভাপতি ফিরোজ ভূইয়া, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সুয়োগ্য চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাছুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, সাবেক কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মজিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি , জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন , জেলা ক্রীড়া সংস্থা সাবেক যুগ্ন- সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, সাবেক নির্বাহী কমিটির সদস্য মোঃ এনামুল হক ভূইয়া, মোঃ আল-আমীন শেখ প্রমুখ ।
উক্ত খেলার ধারাবিবরণী করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
এ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ৭ টি কমিটির সকল সদস্যরা, ৭ টি কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীদের একাংশ এবং ক্রীড়ামোদীরা ও দর্শকেরা উপস্থিত ছিলেন।