বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ১টি মটরসাইকেল ও দুইটি মোবাইল জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোছাঃ সানিজদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৮)। র‌্যাব-১২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ সকালে সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় জাকির হোসেন এর কাপড়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ দশ গ্রাম হেরোইনসহ তাদের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি মটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর