সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে সম্ভাব্য মোট আয় ধার্য্য করা হয় ৩ কোটি ৫৩ লাখ, ৪৬ হাজার ৫৯৮টাকা, ব্যয় ধার্য্য করা হয় ২ কোটি ৯৪ লাখ ৯৮৩ টাকা এবং উদ্বৃত্ত ২২হাজার ৩২০ টাকা ধরা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদে – উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বাজেটের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সচিব – মোঃ সাইফুল ইসলাম।
এ বাজেট প্রাক্কলন সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জামাত আলী মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রবীণ নেতা জয়নাল আবেদীন পারু মন্ডল, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক- আলী আকবর আওয়ামীলীগ নেতা আলী আমজাদ, ইউনিয়ন আঃলীগের সহ- সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
এসময় ইউপি সদস্য সানোয়ার হোসেন, শাহজামাল,আব্দুর রাজ্জাক, আফসার আলী, কোহিনুর খাতুন, সাজেদা খাতুন সহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী, গ্রাম-পুলিশেরা, ইমাম-মোয়াজ্জিন, কৃষক, শিক্ষক, নারী নেত্রী, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্লাব, সমিতির নেতৃবৃন্দরা, ছাত্র- ছাত্রীরা, সুধীজন,গুণীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।
উক্ত বাজেটে কৃষি, সেচ এবং বাজার, শিল্পও কুটিরশিল্প ভৌত অবকাঠামো, আর্থসামাজিক অবকাঠামো, ক্রীড়া সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, সেবা, মানব সম্পদ / সক্ষমতা বৃদ্ধি ও প্রতিবন্ধীদের উন্নয়ন সহায়তা, দারিদ্র্য হ্রাসকরণ ঃ সামাজিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহায়তা, পল্লী উন্নয়ন ও সমবায়, মহিলা,যুব ও শিশু উন্নয়ন বিষয়ক পরিকল্পনা, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য, প্রাকৃতিক, ব্যবস্থাপনা, চেয়ারম্যান, সদস্য, সচিব,হিসাব সহকারী, গ্রাম পুলিশদের বেতন ভাতা, ভিজিএফ,ভিজিডি,,জিআর, বয়স্ক,প্রতিবন্ধী, বিধবা, মাতৃকালীন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন ভাতা সহ বিবিধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়েছে।