শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ২৩ পরিবার

রিপোর্টারের নাম : / ৫৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিন পরিবারসহ মোট ২৩ টি পরিবার অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সলঙ্গা থানার বেতুয়া উত্তরপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে বেলাল হোসেন ও তার ভাইদের বসতবাড়ির একমাত্র চলাচলের পথটি স্থানীয় মৃত ইয়াছিন আলীর ছেলে ওমর ফারুক ও তার সহযোগীরা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়। শুধু রাস্তা নয়, বাড়ির চারপাশেও বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ভুক্তভোগী বেলাল হোসেন বলেন, আমাদের বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাজার করা, চিকিৎসার জন্য যাওয়া কিংবা সন্তানদের স্কুলে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

অভিযুক্ত ওমর ফারুক এ বিষয়ে বলেন,তারা আগে আমাদের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করত। কিন্তু আমাদের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আর তাদের সেই পথে যেতে দিচ্ছি না। এছাড়াও বেলাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। বাঁশের বেড়া তুলে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর