সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর ফুলজোর নদী থেকে থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২টার দিকে ফুলজোর নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে ৯৯৯ হেল্প লাইন ফোন করে খবর দেয় এলাকাবাসী। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম কলমের বার্তাকে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না অন্য কোন কারন। লাশটি এখনো শনাক্ত করা যায়নি।