সিরাজগঞ্জের সলঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আটক
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা হতে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে ৪ টার দিকে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শালমারা গ্রামের জাহিদুল শেখের ছেলে মনির হোসেন (২২)।
আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ২০০৩ এর ৯(৩) গণধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।