স্মার্ট বাংলাদেশ বিনির্মার্ণে মানসম্মত শিক্ষার বিকল্প নেই – এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। তখন তারা যে জ্ঞান অর্জন করে বা যে শিক্ষা পায়, সেটাই তাদের সারাজীবন কাজে লাগে। এজন্যে শুরু থেকেই প্রাথমিকের শিক্ষকদের মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করতে হবে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, এই প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকারে ঐক্যবদ্ধ করা যায়, তাহলে শিক্ষার্থীরা সেই জ্ঞান কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। ৫২ বছরের মধ্যে শিক্ষার আমূল-পরিবর্তনে অন্য কোন সরকার কাজ করেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দূরদর্শিতা শিক্ষকদের মর্যাদা, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আপনাদের পাশে আমরা আছি ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধি শালী ও স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করবেন।
সিরাজগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক প্রাথমিক শিক্ষক সমাবেশ-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২০ মে ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজে’র শেখ কামাল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখা’র সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও কামারখন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বীজেন্দ্রলাল গোস্বামী এবং কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ মিয়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ.ফ.ম. জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, বি.পি.টি.এ কেন্দ্রীয় কমিটির (কুমিল্লা) সাধারণ সম্পাদক মোঃ গাজীউল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির (কক্সবাজার) সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ) মোঃ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া,কেন্দ্রীয় কমিটির (বগুড়া) সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী প্রাং, কেন্দ্রীয় কমিটির (পিরোজপুর) সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার রায়, কেন্দ্রীয় কমিটির (বি-বাড়িয়া) সিনিয়র সহসভাপতি মোঃ মনির হোসেন, কেন্দ্রীয় কমিটির (ঠাকুরগাঁও) সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির (নেত্রকোনা) মহিলা বিষয়ক সম্পাদক বাধন খান পাঠান ববি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির (রংপুর) মোঃ শফিকুল ইসলাম চাঁদ,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমাজ সিরাজগঞ্জ সদরের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা প্রমুখ।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা প্রধান অতিথি সাংসদ ডাঃ অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাতের নিকট ৫ টি দাবি মহান সংসদে তুলে ধরার জন্য আহবান জানান।