হারানো শিশুকে ফিরে পেলো পরিবার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাজশাহীর মাদ্রাসা-ই দারুল আরকাম (রাঃ) মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র মোঃ কারিম (১৩) কে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। সে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আদারিয়াপাড়ার মোঃ শাহ আলমের ছেলে।
রবিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন ও তার পরিবার জানান, মোঃ কারিম শনিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা থেকে সকাল অনুমানিক সারে ৬ টার দিকে কাউকে কিছু না বলে পালিয়ে যায়,অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ (সেপ্টেম্বর) রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নম্বর – ১১৩৯।
এদিকে রবিবার সকালে গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন তার এলাকার আড্ডা শেরপুরে শিশুটির সন্ধান পেলে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে তার হেফাজতে নেন এবং অনেক জিজ্ঞাসা বাদে জানতে পারেন সে কাশিয়াডাঙ্গা থানা এলাকার ছেলে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে কল দিলে তিনি জানান যে শিশুটি হারানোর বিষয়ে একটি জিডি হয়েছে, পরে পরিবারের নিকট যোগাযোগ করে নিশ্চিত হন। এবং এ ব্যাপারে চেয়ারম্যান তার পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিবারকে ডেকে নিয়ে এসে রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের মাধ্যমে তার পরিবারের নিকট শিশুটিকে হস্তান্তর করেন।