শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫ এর কোয়াটার ফাইনালে ১ম ম্যাচ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধণ হয়েছিল ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।

এই টুর্ণামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে। সপ্তাহের প্রতি শনিবার এই টুর্ণামেন্টের বাকী খেলা ধারাবাহিক ভাবে চলতে থাকেন।

খেলার কর্মসূচি মোতাবেক আজ ৬সেপ্টেম্বর শনিবার কোয়াটার ফাইনালে
আটটি দল অংশগ্রহণ করেন সমাপনী দিনে সকাল ১০টায় পূর্বের নির্ধারিত স্থান বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে এ খেলায় অংশ নেয় -ফুটওয়ে ফুটবল একাদশ -নিত্য হাট। ১১’৩০ মিনিটে-হীরা সুপার মার্কেট -এসডি সুপার মার্কেট। বিকাল ৩ টায়-হাট চান্নি -হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট। এবং ৪’৩০ মিনিটে- ডাব্লু মার্কেট বনাম মাছবাজার।

প্রতিযোগীপূর্ণ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত খেলায়
ফুটওয়ে ফুটবল একাদশ -১ নিত্য হাট-২, বিজয় হন।বেলা সাড়ে১১টায় খেলায় এসডি সুপার মার্কেট -৪, হীরা সুপার মার্কেট -৫ টাইবেকারে বিজয় হন। বিকাল ৩টার খেলায় হাট চান্নি -০-হাজীমোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট-১বিজয় হন।

এদিকে সবশেষ বিকাল ৪’৩০ মিনিটের খেলায় ট্রাইবে কারে মাছ বাজারকে-৪ ডাবলু মার্কেট-৫ জয়ী ঘোষনা করা হয়।

খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন, মো. ইয়াসিন আলীমো,রুহুল আমিন (সাতক্ষীর),মো, ইয়ানুর রহমান ও মো. রায়হান উদ্দীন(যশোর) মো,আব্দুল বাসেত

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-মো.আবু তালেব এবং সাধারণ সম্পাদক-মো,রেজাউল করিম রেজা, ১যুগ্ম সাধারণ সম্পাদক মো তোফাজ্জল হোসেন তুফান,সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো, সাহাবুদ্দিন খোকন। এ সময় পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন-বাজার কমিটি’র সদস্য আবু সাঈদ বকুল ক্রীযা সম্পাদক, সহ বাজার কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ। মো,মনির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি সীমান্ত প্রেসক্লাব বেনাপোল উপস্থিত ছিলেন।

খেলার চমৎকার ধারাভাষ্য দেন মো,মহিউদ্দিন মহি, ও সাইদুর রহমান সাঈদ।

আগামী শনিবার(১৩ সেপ্টেম্বর) উক্ত বলফিল্ড মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাপ্রেমী মানুষকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেনাপোল বাজার কমিটি’র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর