শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী ভিক্টোরিয়া হাইস্কুলের ছাত্রদের সম্ভাব্য তালিকা প্রকাশ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

১৯৭১ সালের মুক্তি যুদ্ধে অংশগ্রহণকারী সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলের ছাত্রদের প্রাথমিকভাবে সম্ভাব্য ১১৫ জনের   তালিকা প্রকাশ  করার অনুষ্ঠান করা হয় এবং পরবর্তীতে বাকিদের তালিকা প্রকাশ করা হবে । এ অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী সকল শহীদ বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করে দোয়া করা হয়।

বুধবার (২৬ এপ্রিল)   সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী ভিক্টোরিয়া হাইস্কুলে উক্ত অনুষ্ঠানে  বিদ্যাপীঠের মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ এর উদ্বোধন করেন এবং আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি  বক্তব্যে রাখেন  , জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্যে  বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের  ভাষণের পর দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধবীর বাঙালিরা যে যেভাবে পেরেছেন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের প্রত্যেকেরই রয়েছে যুদ্ধের বীরত্ব গাঁথা। দেশ স্বাধীনের ৫২ বছর পর এবার সেইসব বীরমুক্তিযোদ্ধাদের কন্ঠে বীরত্বগাঁথা সরকারি ভাবে সংরক্ষণের কার্যক্রম শুরু করছে এ সরকার। প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮০ হাজার বীরমুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক তথ্য চিত্র সংরক্ষণ করছে। এপ্রকল্পের আওতায় স্বাধীনতা  বিভিন্ন সেক্টরে সংগঠিত সন্মুখ যুদ্ধ সহ গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ১৬ টি ডকুমেন্টারি নির্মাণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে ও ‘ই-আর্কাইভ স্থাপন করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব  কে.এম. হোসেন আলী হাসান। তিনি তার বক্তব্যে বলেন,  সময়ের স্রোতে একে একে হারিয়ে যাচ্ছেন বীরমুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মদেরকে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা তুলে ধরা গেলে সেটি অত্যন্ত ইতিবাচক। এতে করে বীরত্বগাঁথার পাশাপাশি পাকিস্তানি বাহিনী ও দেশীয়  দোসর রাজাকার, আলবদর, আলসামসদের অত্যাচার – নির্যাতন কথা জানতে পারবে। খুব দ্রুত ‘ বীরের কন্ঠে সংরক্ষণের কার্যক্রম শুরু করা দরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। এসময় সন্মানিত অতিথি হিসেবে   অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বীরমুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী তালুকদার,  বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী, বীরমুক্তিযোদ্ধা  ফিরোজ ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা জগলুল চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১)  মোঃ নুরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন,  ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব  মোঃ সাজেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর