শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

২০ কলেজে পাস করেনি কেউ

রিপোর্টারের নাম : / ৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় ২০ টি কলেজে একজন পরীক্ষার্থীও পাস করেনি। এরমধ্যে দু’টি কলেজে একজন করে পরীক্ষার্থী ছিল।

যেসব কলেজে কেউই পাস করেনি সেই কলেজগুলো হচ্ছে, মেহেরপুরের গাংনীর বিএন কলেজ, খুলনার ডুমুরিয়ার মডেল মহিলা কলেজ, মাগুরার বুজরুক শ্রীকুন্ডি কলেজ, বাগেরহাটের মোরেলগঞ্জের সিংঝর গোপালপুর কলেজ, খুলনার গার্হস্থ্য অর্থনীতি কলেজ, মাগুরার রাউতাড়া এইচএন স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ, মাগুরার মুহাম্মদপুরের কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ, সাতক্ষীরার আখরাখোলা আইডিয়াল কলেজ, যশোরের ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল, সাতক্ষীরা কমার্স কলেজ, খুলনার পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, কুষ্টিয়ার আলহাজ এ.গনি কলেজ, মাগুরার মুহম্মদপুরের বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ, যশোরের চৌগাছার মাড়ুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ, যশোরের অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়ন কলেজ, নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউশন, খুলনার তেরখাদার আদর্শ শিক্ষা নিকেতন ও যশোরের কেশবপুরের বুরুলি স্কুল অ্যান্ড কলেজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর