২৬ শে মার্চ
অগ্নিঝরা স্বাধীনতার মাস, নামটি ছিল তার মার্চ।
এই মাসেই পাকিস্তানি বাহিনী করেছিল
বাংলার বুকে অপারেশন সার্চলাইট সার্চ।
মনে রেখ, ১৯৭১ সালে ২৬ শে মার্চ
বাঙালিরা যুদ্ধ করেছিল দীর্ঘ ৯ মাস।
বন্দুকের গোলাগুলি হত্যাকান্ডের খেলা
চারিপাশে ভেসে উঠেছিল রক্তের মেলা।
৩০ লক্ষ,শহীদের প্রানের বিনিময়ে
পেয়েছি এদেশের স্বাধীনতা
তাইতো স্বাধীন দেশে উড়ছে
মুক্ত আকাশে লাল সবুজের পতাকা।
প্রানের মায়া তুচ্ছ করে যুদ্ধে লড়লো তারা বীরের বেশে,
স্বাধীনতার ফুল ফুটছে লাল সবুজের বাংলাদেশে।
লেখক
মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর