রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু

নিজস্ব প্রতিবেদক / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, সে ঐক্য আমরা ধরে রাখতে চাই। জুলাই-আগস্ট আন্দোলনের যে মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, লুটেরা মুক্ত বাংলাদেশ, অশুভ শক্তিমুক্ত বাংলাদেশ, মাদকমুক্ত বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আসুন একত্রে থাকি, একত্রে চলি, তাহলে আমাদের কাজটা এগিয়ে যাবে।

শনিবার (২২ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা পরিসেবা এবং স্কুল স্বাস্থ্যসেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যদি ৫ আগস্ট না হতো, তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, সারা দেশ’ই ধ্বংস হয়ে যেত। লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ঘুষ ছাড়া কোন কাজ হতো না। গত ১৬ বছরে এক কোটি টাকা ঘুষ লেনদেন করেছে। হাজার হাজার মানুষকে হত্যা এবং গুম করেছে, আমরা এসব থেকে মুক্তি চাই। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিতে চাই, আমাদের সন্তানেরা যে উদ্দেশ্যেই পরিবর্তন এনে দিয়েছে, আমরা সেই পরিবর্তনকে ধারণ করে বাস্তবায়ন করে এগিয়ে যেতে চাই। আমরা গত ১৬ বছরের অসভ্য সময়ে আর ফিরে যেতে চাই না আমরা ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে ফিরে যেতে চাই।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অতিথিদেরকে মফস্বলের একটি স্কুলের শিক্ষার্থীরা যেভাবে গার্ড অব অনার দিয়েছে সেটা সত্যি সুন্দর হয়েছে। আমি আশা করি আমাদের এলাকার এই শিক্ষার্থীদেরকে সূর্য সন্তান হিসেবে গড়ে তুলবেন। তারা যেন আগামী দিনে আমাদের দেশের উপযোগী হয়ে গড়ে উঠতে পারে।

সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. হুজ্জাতুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ফজলুল হক, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষিয়ক সম্পাদক মাসুদ রানা, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান জানান জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর প্রধান অতিথি স্কুল হেলথ সেন্টার, বিনামূল্যে চিকিৎসা পরিসেবা ঘুরে দেখেন। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের সাথেও তিনি কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর