রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে বাজার মনিটরিং জোরদারের দাবি

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এবং কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি কাজিপুর উপজেলা পরিষদ চত্বর ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার প্রতিপাদ্য রাখা হয় “স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে বুদ্ধিমত্তা ব্যবহার করি”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সভাপতি ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধক্ষ্য মোঃ রেজাউল করিম রাঙা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ক্যাব কাজিপুরের উপদেষ্টা পরিমল কুমার তরফদার। কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কাজিপুর পৌর বনিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম মজনু, ব্যবসায়ী আব্দুল হালিম, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জা, ক্যাবের সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল তালুকদার,অর্থ সম্পাদক একরামুল হক বিদু সহ অন্যান্য সদস্য বৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ীগন।বক্তারা এ সময়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমস্যা সমাধানের নানা দিক যেমন অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট, কালোবাজারি,অবৈধ মজুদার ব্যবসায়ী ও দুর্নীতি ইত্যাদি শক্ত হাতে দমন করতে প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হওয়া ।
ঘন ঘন বাজার মনিটরিং, মোবাইল কোর্টের সাহায্যে বাজারে অভিযান চালিয়ে বাজার স্থিতিশীল রাখা ।ব্যবসায়ীদের নীতি নৈতিকতার ইতিবাচক পরিবর্তন করা।
কৃষিপণ্য সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা গ্রহণ এবং মধ্যসত্বভোগী দালালদের দৌরাত্ম দূর করা।
.সর্বপরি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে ভোক্তাদের সচেতন হওয়া। পাশাপাশি জনগণ ও সরকারের মধ্যে সহযোগিতার মনোভাব পোষণের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ করার বিষয় নিয়ে আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর