কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় যমুনা নদীতে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্য মানের বিভিন্ন অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে। সোমবার ২১ এপ্রিল দিনভর পরিচালিত অভিযানে সিরাজগঞ্জ নৌ-পুলিশ সহায়তা করে।
নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন, উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের তেকানি, শুভগাছা এবং গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের নদী সীমানা থেকে ১১০ সেট অবৈধ চায়না দুয়ারী জাল এবং ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে, যার বাজার মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মৎস্য ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ সিরাজগঞ্জ নৌ-পুলিশ থানার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিছু অসাধু ব্যক্তি ও মহাজন অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জালসহ বিভিন্ন ক্ষতিকারক জাল দিয়ে মাছ শিকার করে আসছে, এতেকরে নদীতে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য প্রভাবিত হতে পারে বলে জানিয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো ক্রিয়াশীল হতে আহ্বান জানান তারা।