কাজিপুরে ২৬ সিডলিং কিলোমিটার বাগানের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ
সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বাস্তবায়িত সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া হতে কাজিপুর উপজেলার মেঘাই পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সড়কের ২৬ সিডলিং কিলোমিটার বাগানের ১৩০ জন ভূমি মালিককে বাগানের গাছ বিক্রির অর্থ হিসেবে চেক বিতরণ করেছে কাজিপুর উপজেলা বনবিভাগ।
বুধবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র রায়গঞ্জ রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা আবু রায়হান প্রমূখ।
উল্লেখ্য,১৩০জন উপকারভোগী গাছ বিক্রির মোট ১’কোটি ৪৬’লক্ষ ৯৬’হাজার ১০৯’টাকার ৫৫% অর্থাৎ ৮০’লক্ষ ৮২’হাজার ৮৫৯ টাকা পেয়েছে।