কাজিপুরে ৩০৮ লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ আটক ১ জন
সিরাজগঞ্জের কাজিপুরে ৩০৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ মাসুদ রানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মাসুদ রানা উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া গ্রামের মৃত সাহা আলীর পুত্র। বুধবার (২০ মার্চ) ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়, এ সময় চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়িতে বুধবার ভোর রাতে অভিযান চালানো হয়। এসময় চোলাই মদ ভর্তি ১০টি প্লাস্টিকের কন্টেইনার জব্দ করা হয়। যার প্রতিটিতে ৩০ লিটার করে মদ ছিল। অন্য একটি কন্টেইনারে ৮ লিটার মদ ছিল। এছাড়াও অভিযানকালে মদ তৈরির কাজে ব্যবহৃত ৮টি খালি কন্টেইনার, ৪টি প্লাস্টিকের ড্রাম, ৭টি পাতিল, ৩টি গ্যাস সিলিন্ডার, ৩টি গ্যাসের চুলা ও ১টি ডিজিটাল মাপকযন্ত্র জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাসুদ রানা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মাসুদ রানা তার নিজ বাড়িতেই মদ তৈরি করতেন। তৈরিকৃত মদ বগুড়ার শেরপুর, ধুনট সহ কাজিপুরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।