রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কা‌লিয়াকৈরে গভীর রাতে জ‌মি জবর দখ‌লের অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌র উপ‌জেলার ভান্নারা এলাকায় গভীররা‌তে এক‌টি বি‌রোধপুর্ণ জ‌মি জবরদখল ক‌রে‌ছে প্রতিপক্ষ । ৩ আগষ্ট রা‌তে উপ‌জেলার ভান্নারা রেল লাইন এলাকায় এ ঘটনা ঘ‌টে ।
স্থানীয়রা জানায়, গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার ভান্নারা মৌজার আর এস ৬৮ খ‌তিয়া‌নের ১২০৭ নং দা‌গে ৬ শতাংশ জ‌মি ক্রয় ক‌রে সামছুল আলম না‌মে জ‌নৈক ব‌্যক্তি ২০০৬ সা‌লে । সেখা‌নে ভান্ডারীওয়াল তৈ‌রি ক‌রে ফে‌লে রা‌খে । ২০২৩ সা‌লে একই দা‌গে ৮ শতাংশ জ‌মি ক‌রে র‌ফিকুল ইসলাম না‌মে অপর ব‌্যক্তি ওই জ‌মি দখ‌লে নেয় । এনি‌য়ে দুই প‌ক্ষের ম‌ধ্যে সৃ‌ষ্টি হয় বি‌রো‌ধের । প‌রে ওই জ‌মি নি‌য়ে মৌচাক ইউনিয়ন প‌রিষদ ও কা‌লিয়া‌কৈর থানায় পাল্টাপা‌ল্টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন । ত‌বে, দে‌শের প‌রি‌স্থি‌তি প‌রিবর্ত‌নের কার‌ণে এ জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের সমাধান হয়‌নি । ৩ আগষ্ট মধ‌্যরা‌তে ওই জ‌মি দখল নি‌য়ে উচু ভাউন্ডারীওয়াল তৈ‌রি ক‌রে । র‌ফিকুল ইসলাম ৯৯৯ ফোন দি‌লে কা‌লিয়া‌কৈর থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের করার পরামর্শ দেয় । কা‌লিয়া‌কৈর থানায় যোগা‌যো‌গের পর গাজীপ‌ুর আদাল‌তে যোগা‌যো‌গের পরামর্শ দেন ।
জ‌মির মা‌লিক র‌ফিকুল ইসলাম জানান, ওই জ‌মি ক্রয় করার পর নামজারী জমাভাগ করার পর ভোগদখ‌লে র‌য়ে‌ছেন । কিন্তু ওই দিন গভীর রা‌তে দলবল নি‌য়ে সামছুল আলম জ‌মি দখল নি‌য়ে সাইন‌বোর্ড লা‌গি‌য়ে দেয় । থানায় অভি‌যোগ কর‌তে গে‌লে আদাল‌তে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে । আদাল‌তে মামলার প্রস্ত‌তি চল‌ছে ।
সামছুল আল‌মের স্ত্রী না‌সিমা বেগম জানান, ২০০৬ সা‌লে জ‌মি ক্রয় ক‌রে দখল‌ে ছি‌লেন তারা । তখন থে‌কে নানা ভা‌বে হয়রানীর স্বীকার হন তারা । ২০২৩ সা‌লে হঠাৎ র‌ফিকুল ইসলাম জ‌মির মা‌লিকানা দাবী ক‌রে জ‌মি দখ‌লে নেয় । ইউনিয়ন প‌রিষদ এবং থানায় অ‌ভি‌যোগ করা হ‌লে তারা কাগজ পত্র নি‌য়ে হা‌জির নাই । এখন তার জ‌মি সু‌যোগ বু‌ঝে দখ‌লে নি‌য়ে‌ছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর