কাল এস এস সি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় ৪৪ হাজার ২শত ২২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে
সারাদেশে ন্যায় সিরাজগঞ্জ জেলায় ৪৪ হাজার ২’শত ২২ ‘জন এস, এস, সি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর-২০২২) সকাল ১১ টায় থেকে শুরু হতে যাচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস মহামারির মধ্য এটি দ্বিতীয় পাবলিক পরীক্ষা।
এবারের সিরাজগঞ্জ জেলায় ৮২ টি কেন্দ্রে ৪৪ হাজার ২শত ২২ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জেনারেল শাখায় ৪৬টি কেন্দ্রে ৩৪ হাজার ২ শত ৪৬ জন, দাখিল মাদ্রাসায় ১১টি কেন্দ্রে ৪ হাজার ৫ শত ২১ জন, ভোকেশনালে ২০টি কেন্দ্রে ৫ হাজার ৭২ জন, দাখিল ভোকেশনালে ৫টি কেন্দ্রে মোট ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এবার পরীক্ষার সময় এবং নম্বরও কমিয়ে আনা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে তত্ত্বীয় (ব্যবহারিক বিষয় বাদে) ০১/১০/২০২২ খ্রি. তারিখ শনিবার।
পরীক্ষার নির্দেশনা অনুযায়ী আগের দিন করা হয়েছে ছাত্র-ছাত্রীদের শ্রেণীবিন্যাস।
বিকেলে প্রতিটি কেন্দ্রর গেটে টানিয়ে দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের রোলসহ শ্রেণিকক্ষের নাম শ্রেণীবিন্যাস এর তালিকা।
বুধবার বিকেলে দেখা যায় সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণীবিন্যাস এর তালিকা দেখার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই স্কুলের প্রতি নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।
আগের দিন বিকেলে টানিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাস।
স্বাস্থ্য -সুরক্ষার দিকে নেওয়া হয়েছে অতিরিক্ত নজর। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।