শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

গাজীপুরে বিএড ডিগ্রিধারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ জুন, ২০২৫

দেশের বিভিন্ন কলেজে বিএড ডিগ্রিধারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে ভুক্তভোগী শিক্ষকরা।

আজ সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাহিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন করেছে।

অর্ধ শতাধিক বেসরকারি কলেজ বি এড ডিগ্রিধারী শিক্ষকরা উচ্চতর বেতন গ্রেডের দাবিতে বিভিন্ন স্লোগান ও ব্যানার, ফেইসস্টোন নিয়ে মানববন্ধন পালন করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকেরা জানান, তারা পূর্বে উক্ত সুবিধা পেতেন গত জানুয়ারি ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় তাদের উক্ত সুবিধা বন্ধ করে দেয়।

তারা আরো জানান,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মানসম্পন্ন বিএড কলেজের বিএড সনদ নিয়ে ষড়যন্ত্র মানিনা, মানবোনা। বি এড ডিগ্রিধারী শিক্ষকদের উচ্চতর বেতন গ্রেড বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার এবং বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিরব ভূমিকা প্রতিবাদে আজকের এ কর্মসূচি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী মোহাম্মদ রাশেদ  জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাহিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বেসরকারি কলেজ বি এড ডিগ্রিধারী শিক্ষকরা উচ্চতর বেতন গ্রেডের দাবিতে মানববন্ধন পালন করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর