চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা আটক-১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার চৌডালা ইউনিয়নের উদয় নগর গ্রামের পার্শ্ববর্তী আম বাগানে শিশুটি খেলা করছিলো সে সময় আটককৃত ব্যক্তি একই এলাকার ইয়াসিন আলীর ছেলে মনিরুল ইসলাম( ৪৮) তাকে একা পেয়ে ধষর্ণের চেষ্টা করে।
পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানায়। এবং এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতেই গোমস্তাপুর থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করলে মঙ্গলবার গভীর রাতে মনিরুল ইসলামকে গোমস্তাপুর থানা পুলিশ আটক করেন। এবং বুধবার দুপুরে আটককৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।