সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

জাহিদ হাসান জিহাদ গাজীপুর থেকে. / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন অংশগ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তাঁর ভূমিকা অপরিসীম। সংসদীয় গণতন্ত্রেও রয়েছে তার অনবদ্য ভূমিকা। সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১:৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর