বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

দশজন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী গ্রেপ্তার

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

র‍্যাব-৫, অভিযানে চালিয়ে জয়পুরহাটের আক্কেলপুর এলাকা থেকে ১১ টি সিপিইউ, ১৪ টি হার্ড ডিস্ক, ১১ টি মনিটরসহ দশজন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে।

সোমবার সন্ধ্যায় (২৫ এপ্রিল) উপজেলার তিলকপুর রেলওয়ে স্টেশন বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,ওই উপজেলার ভাটকুড়ি গ্রামের হিরালালের ছেলে রিবেন (৩২) ও ফেরদৌস ছেলে নাজমুল (৫০) কানচপাড়ার বারেকের ছেলে মজিদ (৩০), সেলিমের ছেলে উজ্জ্বল (২৫) ও সন্তসের ছেলে সঞ্জয় (২৫), কাচারি পাড়ার আক্তারুজ্জামানের ছেলে জাহাঙ্গীর (৩৬), ভাতকুড়ি গ্রামের এনামুলের ছেলে এখলাছ (২৫), শবদলপাড়ার মৃত কফিরের ছেলে সালাম (২৮), পূর্ব বাজারের লসিরের ছেলে মোহসীন (৪৬) এবং বগুড়ার আদমদীঘী উপজেলার লক্ষিকুল গ্রামের মৃত মোবারকের ছেলে মোহসীন (৪৫)।

জয়পুরহাট র‍্যাব-৫, ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ বলেন,উক্ত পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীরা দীর্ঘদিন যাবৎ হার্ড ডিস্ক ও মোবাইলের মেমোরী কার্ডের মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিল ।

পরবর্তীতে সৈয়দপুর রেলওয়ে জেলার শান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর