শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী দেশ দিয়েছে ঠিকানা দিয়েছে; তানভীর শাকিল জয় (এমপি)

রিপোর্টারের নাম : / ৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ জুন, ২০২৪

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জ : “বাংলাদেশ আওয়ামী লীগ ঠিকানা দিয়েছে, দেশ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, জাতির চাওয়া ও পাওয়ার সমন্বয় ঘটিয়েছে আওয়ামী লীগ, এ কৃতজ্ঞতা বোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে, বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে মানুষের মাঝে মিশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে দেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে হবে”। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কথাগুলো বলেছেন প্রকৌশলী তানভীর শাকিল জয় (এমপি)। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দলটির কাজিপুর উপজেলা শাখা আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বক্তব্যে তিনি বঙ্গবন্ধু, আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য রাজনৈতিক অর্জন উল্লেখ করেন। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত দলটির জনবান্ধব ও উন্নয়নমুখী রাজনীতির দৃষ্টান্তের বিভিন্ন উদাহরণ দেন।

২৩ জুন রোববার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কাজিপুর শাখা কর্তৃক আয়োজিত
দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ছিলো উল্লেখযোগ্য। আলোচনা সভায় বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীসহ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তালুকদার মধু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রমূখ। সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর