বেতাগীতে রেডক্রিসেন্ট দিবসে র্যালি ও আলোচনা
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস-২০২৪ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকায় র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিন শেষে উপজেলাপরিষদ এর সামনে শেষ হয়। যুব রেড ক্রিসেন্ট দলনেতা সোহেল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।
প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, দুর্যোগ ও মানবিক সারা প্রধান বিভাগের বিভাগীয় প্রধান হোসাইন সিপাহী, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ইমরান হোসেন প্রমুখ।