বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামারখন্দে দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের শতবছর ধরে বর্নাঢ্য আয়োজনে হাজরা উৎসব ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চড়ক পূজা উপলক্ষে আজ সোমবার এখানে গ্রাম্য মেলায় পরিণত  হয়েছে। তন্ত্র মন্ত্রকে সাধন করে সন্যাসী সাগর এছাড়া খোকন চন্দ্র তেলির পিঠে লোহার তৈরি দুইটি বড়শি জাতিয় হুক লাগিয়ে দেন। এতে করে কোন বিন্দু পরিমাণ রক্ত বের হয় না। চড়ক পূজা উপলক্ষে সেখানে প্রচুর পরিমাণে মুসলমান ধর্মাবলম্বি ব্যক্তিরা চড়ক পূজা দেখার জন্য ভিড় জমায়। 

হিন্দু সম্প্রদায়ের মানুষ চৈত্র সংক্রান্তিতে হাজরা উৎসব ও চড়ক পূজা পালন করে থাকেন। চৈত্র মাসের শেষে হিন্দু সম্প্রদায়ের মানুষ মূলত এই পূজা করেন। তন্ত্র মন্ত্রকে সাধন করে সন্যাসি মানতকারি ব্যক্তিদের বাবলা কাঠের তৈরি চড়কে একজন মানুষের পিঠে লোহার তৈরি বড়শি জাতিয় হুক লাগিয়ে চড়কির মতো তাকে ঘুরাতে থাকেন। 

সন্যাসি সাধন চন্দ্র তন্ত্রমন্ত্রকে সাধন করে খোকন চন্দ্র তেলির পিঠে বড়শি জাতিয় লোহার রড দিয়ে তৈরি হুক ঢুকিয়ে চড়কে ওঠান।চড়কে চড়া ওই ব্যক্তিকে বাতাসা ছিটিয়ে দিলে পাশে দাঁড়িয়ে থাকা ভক্তরা তা তুলে খেয়ে থাকেন। চড়কে চড়া ব্যক্তি চড়ক ঘুরানোর সময় ব্যাথা অনুভব না করে আনন্দ ও উল্লাস প্রকাশ করতে থাকেন। এসব নানা ধরনের ঝুঁকিপূর্ন কসরত দেখানোর সময় তাদের শরীরে ব্যাথা লাগেনা এবং রক্তও ঝড়েনা বলে জানান তারা। এছাড়া বাবলা কাঠের দগদগে লাল আগুনে খালি পায়ে বেশ কয়েকজনকে হেঁটে বেড়াতে দেখা গেছে। 

চড়ক পূজা কমিটির সভাপতি সমর ঘোষ বলেন, ভগবানের সন্তুষ্টি লাভের আশায় মূলত এই হাজরা উৎসব বা চড়ক পূজা হয়ে থাকে। এটা মূলত হিন্দু সম্প্রদায়ের একটা ধর্মীয় উৎসব। আমাদের বাপ-দাদারা সেই আমল থেকে চড়ক উৎসব পালন করে আসছেন। তিনি বলেন,শতবছর ধরে ধারাবাহিক ভাবে ঠাকুর বাড়ির প্রাঙ্গণে এই উৎসব পালিত হচ্ছে। এখানে প্রতি বছরই চড়ক দেখতে আসা ভক্তদের সমাগম বৃদ্ধি পাচ্ছে।

এবারে চড়ক পূজা পরিদর্শন করেন, দিলপাশার ইউনিয়ন বিএনপির আহব্বায়ক মোঃ লিয়াকত আলী লিটন,সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ নান্নু খন্দকার, দৈনিক ইতিহাসের প্রতিনিধি সাংবাদিক সুজন আহমেদ, উপস্থিত ছিলেন দেবু চক্রবর্তীসহ অনেক ভক্তবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর