মির্জাপুরে ৬ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা
আগামী (১৫ জুন) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনােনয়ন পেয়েছেন মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার,বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ মিয়া,ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ মিয়া,আওয়ামী লীগ নেতা ও লতিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন,আওয়ামীলীগ নেতা ও ভাওরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন মোল্লা।
শুক্রবার (১৩ মে) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনােনয়ন বাের্ড যাচাই বাছাই করে চেয়ারম্যান প্রার্থীর মনােনয়ন চূড়ান্ত করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে তিনি দেশরত্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।