বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

লালমনিরহাটে শ্বশুর বাড়ির পাশে জামাইয়ের ঝুলন্ত মরদেহ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ মে, ২০২২

লালমনিরহাটে শ্বশুর বাড়ির পাশে একটি গাছ থেকে নাদিম ইসলাম(২৬) নামে হকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার(৭ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সরকারটারী গ্রাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মজমুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্বশুর বাড়িতে থেকে হকারী করে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করত নাদিম ইসলাম। শনিবার(৭ মে) সকালে শ্বশুর বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধারকৃত মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার(এ সার্কেল) মারুফা জামান বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আপাত আত্নহত্যা বলে ধারনা হলেও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর