লালমনিরহাটে ২ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে!

আশরাফুল হক, লালমনিরহাট: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে এবার লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮ শত ৩৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় ২ হাজার ২ শত ৫০ জন স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। ১৫ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একযোগে পুরো জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন হলরুমে লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৭৬ হাজার ৯ শত ৭২ জন, ০৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১ হাজার ৫ শত ৬১ জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২ শত ৫৩ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬ টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৫ টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২০ টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ২ হাজার ২৫০ জন।
প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন লালমনিরহাট মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃ ইফতেখার হোসেন।
প্রেস ব্রিফিং এ জেলা তথ্য অফিসার মোঃ আলমগীর কবির, মেডিকেল অফিসার ডাঃ দিপঙ্কর রায়সহ জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।