শাহজাদপুর থানার তদন্ত ওসি শেখ মঈনুল ইসলামকে বিদায় সংবর্ধনা
শাহজাদপুর থানার ওসি তদন্ত শেখ মঈনুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে শনিবার রাতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী পিএম পলাশের সঞ্চালনায় এবং সিটি ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী পুলিশ কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, মাই টিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, মৎস্যজীবি লীগের পৌর শাখার সভাপতি আলমগীর হোসেন লালন প্রমুখ। বক্তারা বিদায়ী এই পুলিশ কর্মকর্তার শাহজাদপুরের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন, বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, ও মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে পুলিশ কর্মকর্তা শেখ মঈনুল ইসলামকে ফুলেল শুভেচছা জানান আয়োজকরা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী অফিসারকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন উজ্জ্বল হোসেন, পিএম পলাশ, আশরাফুল ইসলাম বাবু, মিজান, ও বাবলু।
উল্লেখ্য, শেখ মঈনুল ইসলাম ২০০৬ সালের মার্চে বাংলাদেশ পুলিশে সাব ইনস্পেকটর পদে যোগ দেন। ২০২১ সালের ৩১ অক্টোবর শাহজাদপুর থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) পদে যোগ দেন। আগামীকাল বদলি হয়ে খুলনা রেঞ্জে যোগ দিবেন বলে জানা গেছে।